ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের মানুষ আবেগী : ধাওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
বাংলাদেশের মানুষ আবেগী : ধাওয়ান ছবি : শোয়েব মিথুন

ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রকাশ দেখা গেছে বরাবরই। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ভেতরই শুরু হয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

তাতেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। প্রথম ওয়ানডেতে টাইগারদের জয়ের পর আরও বেড়েছে সেটি।  

টিকিট নিয়ে তৈরি হয়েছে হাহাকার। প্রথম ওয়ানডেতে গ্যালারিতেও দর্শকদের ছিল সরব উপস্থিতি। পুরো সময়টাই স্লোগানে স্লোগানে মাতিয়ে রেখেছেন তারা। এসবের সাক্ষী হয়েছেন ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ানও। বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বীতার ঝাঁজ টের পাচ্ছেন তিনি।

বুধবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে ধাওয়ান বলেছেন, ‘আপনি সবসময়ই এই দ্বৈরথকে অনুভব করবেন। অবশ্যই সব দলের বিপক্ষেই দ্বৈরথ আছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা আবেগী। তারা খুব উপভোগ করে আর প্রবল আগ্রহ নিয়ে আসে মাঠে। এটা ভালো মজার। আমাদেরও আরও আগ্রহী করে। ’ 

‘এটা মজার, আমি ও আমার দল এমন অবস্থায় খেলতে পছন্দ করে। নিজেদের সেরাটা দিতে চায়। খুব খুশি বাংলাদেশের মানুষ কীভাবে তাদের দল ও ক্রিকেটকে সমর্থন করে। এমন দেখা অনেক সৌভাগ্যের। ’

দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হারতে হবে ভারতকে। শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি তাই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ নিয়ে ধাওয়ান বলেছেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এসবে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা। ’

বাংলাদেশ সময় : ১৫৪৯ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।