ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম ছবি : শোয়েব মিথুন

ম্যাচ জিতলেই সিরিজ জয়ের হাতছানি। ভারতের বিপক্ষে এমন সুযোগ মিলে না খুব একটা।

প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ে এখন দ্বিতীয়টিতে জিতলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।  

এমন সমীকরণ সামনে রেখে বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। পেসার হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন স্পিনার নাসুম আহমেদ।  

ভারতীয় একাদশে ‍দুই পরিবর্তন এসেছে। অক্ষর প্যাটেল ও উমরান মালিক ঢুকেছেন, বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও কুলদ্বীপ সেন।

ভারত একাদশ : 

রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দ্বীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক

বাংলাদেশ একাদশ :

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন

বাংলাদেশ সময় : ১১৩৪ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।