ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাবাদার আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
রাবাদার আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

চার ইনিংসের প্রতিটিতেই পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন কোনো না কোনো বোলার। এবং প্রত্যেকেই পেসার।

পেসারদের এই দাপট দেখানোর ম্যাচে ৮৭ রানের জয় পেল দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নে ৪ উইকেটে ৪৯ রান নিয়ে দিনের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল প্রোটিয়ারা। কেমার রোচের তোপের মুখে পড়ে গুটিয়ে যায় ১১৬ রানেই। ৪৭ রানে ৫ উইকেট নেন রোচ। সর্বোচ্চ ৪৭ রান আসে এইডেন মারক্রামের ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ কম হলেও বোলিং বান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। তাই জয়ের জন্য তা যথেষ্টই ছিল।

তাড়া করতে নেমে কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অলআউট হয়ে যায় ১৫৯ রানেই। সর্বোচ্চ ৭৯ রান করেন জার্মেইন ব্ল্যাকউড । কিন্তু তার এই প্রতিরোধ ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধানটাই কমায় শুধু। ৫০ রান দিয়ে একাই ৬ উইকেট নেন রাবাদা। পেসারদের দাপটের ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠে এইডেন মারক্রামের হাতে। ছয় মাস পর টেস্টে ফিরে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেন এই প্রোটিয়া ব্যাটার। এদিকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৮ মার্চ মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।