ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দুই টি-টোয়েন্টির টিকিট কোথায়, কত দামে পাবেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
শেষ দুই টি-টোয়েন্টির টিকিট কোথায়, কত দামে পাবেন ফাইল ছবি

টি-টোয়েন্টিতে নতুন শুরু পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ বিশ্বকাপের পর এই ফরম্যাটে প্রথম ম্যাচ খেলতে নেমে হারিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

তিন ম্যাচের সিরিজে এবার স্বাগতিকদের সামনে সুযোগ সিরিজ জেতার।  

এই লক্ষ্যে ঢাকায় শেষ দুই টি-টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ১২ ও ১৪ মার্চ বিকেল তিনটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বিসিবি থেকে এই দুই ম্যাচের টিকিটের দাম জানানো হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড বসে খেলা দেখতে লাগবে এক হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজে ৫০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা অবধি খোলা থাকবে কাউন্টার।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।