ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় দলে ‘তারকা সংস্কৃতি’ বন্ধের দাবি গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ভারতীয় দলে ‘তারকা সংস্কৃতি’ বন্ধের দাবি গাভাস্কারের গাভাস্কার, রোহিত ও কোহলি/সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেটে তারকা সংস্কৃতি নতুন কিছু নয়। এই সংস্কৃতির কারণে খারাপ খেললেও যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয় না এবং বিশেষ ছাড়ও পেয়ে থাকেন কেউ কেউ, এমন অভিযোগ রয়েছে।

 

মাঝখানে এই আলোচনা আড়ালে চলে গেলেও ফের সামনে এসেছে ভারত বোর্ডার-গাভাস্কার সিরিজ ৩-১ ব্যবধানে হারার পর। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মার কারণে ফের তারকা সংস্কৃতি ইস্যু ফের আলোচনায়। আর এই আলোচনা সামনে এনেছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, ভারতে তারকা সংস্কৃতি বন্ধ করা দরকার।

কোহলি ও রোহিত সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। অথচ দুজনেই দলের মূল ব্যাটিং স্তম্ভ। ফলে ভারতের সিরিজ হারের পেছনে তার দায় দেখছেন অনেকেই। এর মধ্যে কোহলি প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পরও সিরিজে ৯ ইনিংস মিলিয়ে মাত্র ১৯১ রান করেছেন। আর রোহিত পারিবারিক ব্যস্ততার কারণে প্রথম টেস্ট খেলতেই পারেননি।  

রোহিত সিরিজের তিন টেস্ট খেলে করেন মাত্র ৩১ রান। আর বাজে ফর্মের কারণে শেষ টেস্ট থেকে নিজের নাম সরিয়ে দেন ভারতের এই নিয়মিত অধিনায়ক। এর আগে কোহলিও নিজের দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করেছিলেন। গাভাস্কারের মতে, জাতীয় দলের চেয়ে পারিবারিক দায়িত্বকে অগ্রাধিকার দিলে দলে না থাকাই ভালো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রতি দলে শৃঙ্খলা ফেরানোর জন্য কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।  

গাভাস্কার মনে করেন, আগামী কয়েকদিন ভারতের ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ। এক ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি মনে করি, ভারতের ক্রিকেটে আগামী ৮-১০ দিন নিজেদের অবস্থা ভালোভাবে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তারকা সংস্কৃতি বন্ধ করতে হবে। দলের প্রতি পুরোপুরি নিবেদন থাকা বাধ্যতামূলক। গুরুতর মেডিক্যাল ইমার্জেন্সি না থাকলে খেলোয়াড়দের অবশ্যই প্রতিবার খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ' 

তিনি আরও বলেন, 'যদি কেউ দলের প্রতি নিবেদিত না থাকে, তাহলে তাদের দলে রাখার কোনো দরকার নেই। যারা কিছুটা এখানে, কিছুটা ওখানে, এমন খেলোয়াড় আমাদের দরকার নেই। বিশেষ কাউকে প্রশ্রয় দেওয়া বন্ধ করার সময় এসেছে। দলের সাম্প্রতিক ফলাফল বেশ হতাশাজনক। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার সুযোগ ছিল, কিন্তু পারিনি। '

ভারতীয় ক্রিকেট বোর্ডকেও একহাত নিয়েছেন গাভাস্কার। তার মতে, বোর্ডকে অবশ্যই খেলোয়াড়দের মাথায় তুলে রাখার অভ্যাস ছাড়তে হবে। তিনি বলেন, 'ক্রিকেট বোর্ডকে খেলোয়াড়দের ভক্ত হওয়ার অভ্যাস ছাড়তে হবে এবং পা মাটিতে রাখতে হবে। তাদের অবশ্য খেলোয়াড়দের বলতে হবে, ভারতীয় ক্রিকেট সবার আগে। হয় ভারতীয় ক্রিকেটের প্রতি পুরোপুরি নিবেদিত থাকো, নয়তো অন্য কিছু ভাবো- দুইটাই একসঙ্গে চলবে না। যদি ভারতীয় ক্রিকেট তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলেই কেবল দলে নেওয়া হবে। '

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।