ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রশংসা থেকে ‘দূরে থাকেন’ নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
প্রশংসা থেকে ‘দূরে থাকেন’ নাহিদ নাহিদ রানা/সংগৃহীত ছবি

ড্রেসিংরুম থেকে যতটুকু পথ পেরিয়ে নাহিদ রানা এলেন সংবাদ সম্মেলনে, তার প্রায় পুরোটাতেই পেলেন দর্শকদের অভিবাদন। ‘নাহিদ’, ‘নাহিদ’ চিৎকারের জবাব হাত নাড়িয়ে দিচ্ছিলেন তিনি।

হয়তো টের পাচ্ছিলেন তাকে ঘিরে তৈরি হওয়া আগ্রহেরও।  

নাহিদের জীবনের এই বাঁকবদল বলা যায় এক বছরের ভেতরই। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন বিপিএলে, এবার তার ঠিকানা রংপুর রাইডার্স। মাঝের এই এক বছরেই জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছেন; ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতেও।  

এই সময়ে অনেক আলোও নিজের দিকে কেড়ে নিয়েছেন নাহিদ। প্রশংসা, স্তুতিতে ভাসছেন। আগের দিনও সংবাদ সম্মেলনে এসে তার কথা বলে গিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। এসবকে কীভাবে দেখেন নাহিদ?

তার উত্তরটা আসলে বেশ মজারই, ‘এই জিনিসগুলো থেকে আমি যত পারি দূরে থাকার চেষ্টা করি। তবে মানুষ মানুষের প্রশংসা করলে শুনতে ভালো লাগে- আমি চেষ্টা করি, যত পারি এগুলো থেকে দূরে থাকার। কারণ- নিজের ভেতরে যত সন্তুষ্টি কম আসবে তত আমি সামনে এবং আমার ভেতরে ক্ষুধার্ত ভাবটা থাকবে পারফর্ম করার। তাই চেষ্টা করি দূরে থাকার। ’

এক বছরে বদলে যাওয়ার পর কি নিজেকে একটু তারকাও মনে হচ্ছে? নাহিদের উত্তর, ‘নিজেকে আমি কোনো তারকা মনে করছি না। আমি আপনাদের মতো স্বাভাবিক মানুষ। তাই আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি। ’

এবারের বিপিএলের শুরুটা দারুণ হয়েছে নাহিদের। ৫ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এরপরই আসেন সংবাদ সম্মেলনে। তার কাছে জানতে চাওয়া হয় রংপুরের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়েও।

তিনি বলেন, ‘সর্বপ্রথম ওপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই। রংপুর আমাকে সুযোগ দিয়েছে, এটা আমি কাজে লাগিয়েছি। ছোট ছোট জিনিস...যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, অনুশীলনে মনোযোগ এগুলো রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজম্যান্ট বলেন; তারা সবাই সাহায্য করে। এই জিনিসটা আমি উপভোগ করছি এবং মাঠে ডেলিভার করার চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।