ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের দারুণ বোলিংয়ে ১১১ রানেই শেষ ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
রংপুরের দারুণ বোলিংয়ে ১১১ রানেই শেষ ঢাকা ছবি: সংগৃহীত

সময়টা একদমই ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। টানা তিন ম্যাচে হারার পর আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে তারা।

সেখানেও ছন্দ খুঁজে পায়নি দলটি। রংপুরের দারুণ বোলিংয়ে করতে পারেনি ১১১ রানের বেশি।  

বিপিএলের একাদশ ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলেই সবগুলো উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা।  

জ্যাসন রয় ও হাবিবুর রহমান সোহান ব্যাটে শুরুটা ধীরগতির হয় ঢাকার। কিন্তু ১৯ বলে করা ২৮ রানের জুটিটি ভেঙে দেন আকিফ জাভেদ। ১২ বলে ১৭ রান করে ফিরে জান সোহান। বেশিক্ষণ টিকতে পারেননি রয়ও। তার ব্যাট থেকে আসে ১৮ রান। তিনে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান তামিম। বরাবরের মতো ব্যর্থ হন লিটন দাস। ৯ রানে সাজঘরে ফেরেন তিনি।  

আশা ছিল সাব্বির রহমানকে নিয়ে। এবারের বিপিএলে প্রথমবারের মতো ব্যাট করতে নেমে স্রেফ ২ রানে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। নাহিদ রানার দারুণ বোলিংয়ে দ্রুতই সব উইকেট শেষ হয়ে যায় তাদের।  

৪ ওভারে ২১ রান দিয়ে রংপুরের হয়ে ৩ উইকেট নেন রানা। ৩.৩ ওভারে ১৩ রান খরচায় দুটি উইকেট পান আকিফ। সমান উইকেট পান খুশদিল শাহও। একটি করে উইকেট নেন মাহেদী, ইফতেখার ও কামরুল।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।