ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দলকে কখনো বলি না ৩৫০ রান করতে হবে : তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
দলকে কখনো বলি না ৩৫০ রান করতে হবে : তামিম

সিলেট থেকে : ‘ওয়ানডেতে ভালো খেলছে বটে, যুগের চাহিদা মিটছে কোথায়...’ জাতীয় দলকে নিয়ে এমন সংশয় শোনা যায় প্রায়ই। ৩০০-৩৫০ রানের ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেখা মিলেছে কমই।

এখনও অবধি কখনোই ওয়ানডেতে সাড়ে তিনশ রানের মাইলফলক ছুঁয়ে দেখতে পারেনি টাইগাররা।  

তবে সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজের টানা দুই ম্যাচেই নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করে, যেটি তখন ছিল এই ফরম্যাটে দলীয় সর্বোচ্চ। পরের ম্যাচেই সেটিকে টপকে করে ৩৪৯ রান। এমন সিরিজের পর অধিনায়ক তামিম ইকবাল এসে অবশ্য বলছেন, দলকে কখনোই রানের চাহিদা দেন না তিনি।  

সিলেটে তিনি বলছিলেন, ‘দলের প্রতি আমার বার্তাটা খুবই সাধারণ। আপনি যদি খেয়াল করেন, দুইবার টসে জিজ্ঞেস করা হয়েছে কত রান করতে চাইছেন, আমি এমন একজন যে লক্ষ্য ঠিক করে দেই না। আমি কখনো আমার দলকে গিয়ে বলি না যে আমরা ৩৫০ করতে হবে। আমি যা বলি, তা হলো আমাদের প্রসেসটা অনুসরণ করতে হবে। ’ 

‘যদি তা করে ২৬০-২৭০ রান করতে পারি, তাও ভালো। সেটা অনুসরণ করে যদি ৩৫০ করি, তাহলেও খুশি। ৩৫০ করবো, কেউ এসে বলে দিলেই হবে না। আপনাকে প্রসেসটা ফলো করতে হবে। শেষ ম্যাচের কথাই বলি, আমরা ৩৫০ করেছি, এখন কাউকে বললে বুঝবে না যে শুরুর দশ ওভারে ব্যাট করাটা কতটা কঠিন ছিল। শুরুর দশ ওভারে (৯ ওভার) কোনো উইকেট হারাইনি, এটা ৩৫০ করার বড় একটা অংশ ছিল। তো প্রসেসটা ফলো করতে হবে। সব বক্স টিক করতে পারলে আমরা বড় রান করতে পারব। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। শেষ ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নেয়। অধিনায়ক তামিমের মতে, ‘পারফেক্ট’ এক সিরিজ কাটিয়েছে টাইগাররা।

তিনি বলেন, ‘পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি ঘাটতি জোর করে বের করতে হয়, তাহলে বলবো দ্বিতীয় ম্যাচটা ওয়াশ আউট না হলে ভালো হতো। এছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা তার সবই করেছি। আপনারা আজও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ না। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার। কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সে চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। তো দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি। ’

বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।