ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খেলা শুরুর ঘোষণার পর ফের বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
খেলা শুরুর ঘোষণার পর ফের বৃষ্টি ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম থেকে: টস হয়েছিল ঠিক সময়েই। কিন্তু শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেমে আসে বৃষ্টি।

দুই দলের অধিনায়ক রীতিমতো দৌড়ে যান ড্রেসিংরুমের দিকে। খেলাও শুরু করা যায়নি নির্ধারিত সময় দুপুর দুইটায়। তারপর দীর্ঘক্ষণ বৃষ্টি হয়।

কাভার সরিয়ে মাঠকর্মীরা শুরু করেন শুকানোর কাজ। এরপর ঘোষণা আসে ম্যাচ শুরুরও। ৭৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি ৩টা ১৫ মিনিটে শুরু হবে বলে জানানো হয়। ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারের।

কিন্তু এমন ঘোষণার মিনিট খানেকের ভেতরই আবার বৃষ্টি নেমে আসে। কাভারে ঢাকতে হয় পিচকেও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলছে।

এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির টস জেতে আয়ারল্যান্ড। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।