ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এর থেকে ভালো ক্রিকেট খেলা যায় কি না আমি জানি না: লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এর থেকে ভালো ক্রিকেট খেলা যায় কি না আমি জানি না: লিটন

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের সময়টা এমনিতে কাটছে দারুণ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জয়।

বিশেষত আইরিশদের কোনো রকম পাত্তা না দিয়েই ম্যাচ জিতছে বাংলাদেশ।  

উদ্বোধনী জুটিতে বিধ্বংসী শুরু। এরপর আক্রমণাত্মক ব্যাটিং এপ্রোচ টেনে নেওয়া পুরো ইনিংসজুড়ে। বোলিং, ফিল্ডিংয়েও ভালোই করছে দল। যদিও আয়ারল্যান্ড দলের বোলারদের মান খুব একটা উঁচু নয়। দলটিতে সে অর্থে ‘এক্সপ্রেস’ বোলার নেই, লাইন-লেন্থও ঠিক থাকছে না। তাদেরকে হারিয়েই অবশ্য লিটন দাসের কণ্ঠে তৃপ্তি।

তিনি বলছিলেন, ‘দল হিসেবে আমরা খুবই ভালো করছি। ব্যাটিং বলেন, বোলিং বলেন বা ফিল্ডিং। এর থেকে ভালো ক্রিকেট আর খেলা যায় কি না আমি জানি না। অবশ্যই চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখতে। কিন্তু এর থেকে বেটার ক্রিকেট প্রত্যাশা করাটাও কঠিন। কারণ প্রতিদিন টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ৭০-৮০ রান আপনি প্রত্যাশা করতে পারবেন না। এর থেকে কম ৬০ রানও করতে পারি পাওয়ার প্লেতে আমি মনে করি যে খুব ভালো। ’

পাওয়ার প্লেতে কোনো লক্ষ্য নিয়ে খেলছিলেন কি না এমন প্রশ্নে লিটন বলেন, ‘এরকম কোন কিছু ছিল না। যখন ব্যাটিংয়ে নামেন এক দুই বল খেলে কিন্তু একটা ফিল কাজ করে। আমাদের একটা ফিল কাজ করছিল যে আমরা মারতে পারব। এজন্য আমরা চান্স নিয়েছি। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেই দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। এই ফরম্যাটে টানা দুইশ ছাড়ানো এই প্রথম। জয়গুলোও এসেছে বেশ দাপটের সঙ্গে। প্রথমটিতে বৃষ্টি আইনে ২২ রানের পর দ্বিতীয়টিতে ৭৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয় নিয়ে সন্তুষ্ট লিটন।  

‘জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই... আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে ভালোই খেলেছি। ’

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।