ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেতা না, ভালো খেলা গুরুত্বপূর্ণ: মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
জেতা না, ভালো খেলা গুরুত্বপূর্ণ: মিরাজ ছবি: শোয়েব মিথুন

স্বপ্নের মতো শুরু- বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপটা ছিল তেমনই। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে সাদা পোশাকে হারিয়েছিল।

সেটি কিউইদের বিপক্ষে তাদের মাটিতে যেকোনো ফরম্যাটেই টাইগারদের প্রথম জয়। ওই সুখস্মৃতি সঙ্গে নিয়েও অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে গত বছর শেষ হয়েছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের পথচলা।  

১২ ম্যাচের ১০টিতেই হারতে হয়েছে, কিউইদের বিপক্ষে ওই জয়ের পর আর এমন স্মৃতি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্টে ড্র করেছে বাংলাদেশ। যেভাবে শুরু হয়েছিল সেভাবে শেষ করতে না পারায় আফসোস কতটা? মঙ্গলবার আইরিশদের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে এমন প্রশ্ন করা হয়েছিল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।  

সোমবার মিরপুরে তিনি বলেছেন, ‘টেস্টে ক্রিকেটে (চ্যাম্পিয়নশিপ) আমরা যেভাবে শুরু করেছিলাম আমাদের চিন্তা ছিল যেন ভালো ক্রিকেট খেলি। জেতাটা গুরুত্বপূর্ণ না, ভালো ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেট খেললে আপনি জিততে পারবেন। প্রত্যাশা তো ছিলই, অবশ্যই ভালো প্রত্যাশা ছিল। দিনশেষে আমাদের চিন্তা করতে হবে আমরা কীভাবে ক্রিকেট খেলছি। ’

‘নিউজিল্যান্ড যেটা আপনি বললেন, শুরুতে ভালো খেলেছি, তারপরের দিকে গিয়ে মাঝখানে আর আমরা জিততে পারিনি। আমার কাছে মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু জিততে পারিনি। আমরা কীভাবে ক্রিকেট খেলেছি এটা গুরুত্বপূর্ণ। যেহেতু এখন শেষের দিকে এসেছি, আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা এবং খেলোয়াড়রা কামব্যাক করে যেন মানসিকভাবে শক্ত থাকে, ভালো রান করতে পারে। ’

টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি ম্যাচেই কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ অবধি পায়নি জয়ের দেখা। ভারতের বিপক্ষে মিরপুরেও তেমন সুযোগ ছিল। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে না পারায় হারতে হয় বাংলাদেশকে। মিরাজও বলছেন, টেস্টে শুরু থেকেই মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ।

তিনি বলছিলেন, ‘আপনি একটা জিনিস দেখেন। টেস্ট ক্রিকেটে ১৫টা সেশন। আর এই সেশনগুলোতে কিন্তু মোমেন্টাম বদলাতে থাকে। কখনো ব্যাটারদের দিকে আসে, কখনো বোলারদের দিকে যায়। আপনার প্রতিদিন একই রকম যাবে না। যে দলগুলো যত দ্রুত ওভারকাম করতে পারে, পাঁচদিন ধরে লম্বা সময় ধরে খেলতে পারে, ওই দলগুলো লাভবান হয়। ’

‘অনেক সময় হয়তো আমরা ভুল করে ফেলেছি। আমরা প্রথম দুইদিন ভালো ক্রিকেট খেলতে পারিনি, মোমেন্টাম ধরতে পারিনি, ওখানে আর কোনো কাজ হয়নি। শুরুতে যদি মোমেন্টাম পাওয়া যায়, শেষের দিকে সহজ হয়ে যায়। এই জিনিসটাই হয়েছিল আমাদের সঙ্গে নিউজিল্যান্ডে। প্রথমে মোমেন্টাম পেয়েছি, মাঝখানেও পেয়েছি, শেষের দিকে কামব্যাক করেছি শক্তভাবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।