ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং : মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৫, ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং : মিরাজ

বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

এই সিরিজের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে বাংলাদেশ। দুই দিন করেছে অনুশীলনও।  

কয়েক দিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ওয়ানডেতে বেশ অনেকদিন ধরেই শক্তিশালী দল টাইগাররা। তবুও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে প্রতিপক্ষের জন্য ছিল সমীহ।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গায় সবসময় চ্যালেঞ্জিং। ছোট-বড় দল না, প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আমরাও আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই। ’

‘আমরা কোনো দলকেই ছোট করে দেখি না। সবাইকে সম্মান করে খেলার চেষ্টা করি। আমাদের জন্য অবশ্যই কঠিন হবে। কিন্তু আগে আমাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমরা ভালো ছন্দেও আছি। সবমিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ। ’

ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালো হয়েছে। আমরা ৪ বছর পর ইংল্যান্ডে এসেছি বিশ্বকাপের পর যেহেতু আমাদের এখানে খেলা আছে আয়ারল্যান্ডের সঙ্গে। এবং আমাদের প্রথম লক্ষ্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আমাদের দুইদিন অনুশীলন হয়েছে। আমরা সবাই ভালো অনুশীলন করেছি। এখানে একটু ঠাণ্ডা আছে কিন্তু আমরা খুব দ্রুতই মানিয়ে নিচ্ছি। ’

ইংল্যান্ডে সমর্থন পাওয়া নিয়ে মিরাজ বলছিলেন, ‘এটা আমাদের দলের জন্য দারুণ ব্যাপার। আমরা লম্বা সময় পর এখানে এসেছি, বিশ্বকাপের পর। এটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। এখানে আমরা উপভোগ করি। ’

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএইচবি/এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।