ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভেজা আউটফিল্ড, ভেস্তে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৫, ২০২৩
ভেজা আউটফিল্ড, ভেস্তে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

আগে দুইদিন অনুশীলন করেছে বাংলাদেশ। কিন্তু ভিন্ন কন্ডিশনে প্রস্তুতি ম্যাচটিও দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

সেটি খেলাই হলো না তামিম ইকবালদের। সকালের দিকে বৃষ্টি হয়েছে। পরে আকাশ মেঘমুক্ত হলেও মাঠে গড়ায়নি প্রস্তুতি ম্যাচটি।

এক বার্তায় বিসিবি জানিয়েছে, ভেজা আউটফিল্ডের কারণে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি। ঘণ্টা তিনেক পরও শুরু করা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএলের ব্যস্ততা শেষে যোগ দিয়েছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তারা দুজন গেছেন ভিন্ন ফ্লাইটে। এর আগে ইংল্যান্ডে পৌঁছেছে বড় বহরটি।

সবাই থাকলেও প্রস্তুতি ম্যাচে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। প্রস্তুতি ম্যাচটির আগেই ফেরার কথা থাকলেও ছুটি বেড়েছে তার।  

আগামী ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।