কারো ডান হাত নেই, বল করছেন বাম হাতে। কারও আবার পা চলছে না ঠিকঠাক।
বৃহস্পতিবার হয়েছে ফাইনাল। ইউনিসার্ব ডিজ্যাবল ক্রিকেট টিম অব বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মিরপুরে পাপন জানান, বিশ্বকাপ হলে অংশ নেবে বাংলাদেশ। তিনি বলেন, ‘পুরো খেলা দেখেনি। যতটুকু দেখলাম, একেবারেই অবাক। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারা এত ভালো ক্রিকেট খেলতে পারবে, এমন ধারণা ছিল না আমার। আজকে দেখে আমি সত্যিই আনন্দিত। আমরা উপরেই কথা বলছিলাম, জানি না আইসিসির এ ধরনের কোনো টুর্নামেন্ট আছে কি না। তবে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলতে চাই। যদি বিশ্বকাপও হয়, বাংলাদেশ অংশ নেবে। ’
এসব ক্রিকেটারদের দেখভালের দায়িত্বে আকরাম খানের নেতৃত্বে আছে কমিটি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারও মুগ্ধ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের খেলা দেখে। তার বিশ্বাস, বিশ্বকাপ হলে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের।
আকরাম বলেন, ‘প্রথমে আমি মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে ধন্যবাদ দিচ্ছি। উনার কাছে যা চেয়েছি, দেইনি এমন হয়নি। সবচেয়ে বড় কথা টেস্ট ভেন্যুতে ওদের ফাইনাল খেলানো, এটা একটা ক্রিকেটারের জন্য অনেক বড় ব্যাপার। অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, যারা এখনও মিরপুরে বা কোনো টেস্ট ভেন্যুতে খেলতে পারেনি। ওরা আজকে খেলতে পেরেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। ওরাও খুব রোমাঞ্চিত। ’
‘ওদের খেলা দেখে আমি খুবই আশাবাদী ওরা ভালো খেলবে। সামনে কিন্তু এসিসি ও আইসিসির অধীনে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বোর্ড প্রেসিডেন্ট তো বলেছেন, যদি হয় বাংলাদেশ অংশ নেবে। আমি নিশ্চিত আগেও বলেছি, এখনও বলছি যে কোয়ালেটির ক্রিকেটার আমাদের আছে; বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা আছে। ’
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমএইচবি/আরইউ