ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোয়াবের নেতৃত্বে নতুন মোড়কে পুরোনোরাই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২০, ২০২৩
কোয়াবের নেতৃত্বে নতুন মোড়কে পুরোনোরাই

শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় বসেছিল বিশাল স্টেজ। প্রায় হাজার খানেক ক্রিকেটার ছিলেন।

বড় তারকাদের উপস্থিতি খুব একটা না থাকলেও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলা বসেছিল মিরপুরে। এখানে বেছে নেওয়া হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব।

শনিবার বার্ষিক সাধারণ সভার পর নতুন মোড়কে পুরোনো নেতৃত্বই পেয়েছে কোয়াব। সংগঠনটির কমিটির নেতৃত্বে আসতে আগ্রহী নাম চাওয়া হয়। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো নাম আসেনি।

পরে বিসিবি পরিচালক তানভীর আহমেদ সভাপতি হিসেবে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে দেবব্রত পালের নাম প্রস্তাব করেন। তখন উপস্থিত কাউন্সিলরা হাত তুলে তার প্রস্তাবে সমর্থন জানান।

প্রায় ১১ বছরের বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়ার পর আবারও তারাই আসলেন। এবারের এজিএমে নারী ক্রিকেটারদেরও কোয়াবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউন্সিলরদের মধ্যে থেকে আরও ১৫টি পদের জন্য ঠিক করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।