ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মানসিকভাবে ভেঙে পড়া’ লিটনকে বিশ্রাম দিচ্ছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
‘মানসিকভাবে ভেঙে পড়া’ লিটনকে বিশ্রাম দিচ্ছে বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে ফেরার সময় লিটন দাসের চোখেমুখে হতাশা ছিল স্পষ্ট। ড্রেসিং রুমের সামনে ব্যাটকে আছাড়ও মারেন তিনি।

টানা অফ ফর্মে থাকা এই ব্যাটার ছিলেন অধিনায়কও। এশিয়া কাপের শুরুতে যেতে পারেননি জ্বরের কারণে। পরে সুস্থ হয়ে ফেরার পরও ভালো করতে পারেননি।  

তিন ম্যাচে যথাক্রমে ১৬, ১৫ ও শূন্য রান করেন লিটন। সবমিলিয়ে শারীরিক ও মানসিকভাবে বেশ বাজে অবস্থাতেই আছেন তিনি। লিটন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন। তার ওই চাওয়া মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনও নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি। বিকেলের মধ্যেই দল দিয়ে দেব। ’

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল দেওয়া হয়। পরে তানজিম হাসান সাকিবের চোটে নেওয়া হয় হাসান মাহমুদকে। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরানো হবে তাসকিন-শরিফুলদেরও।
 
কিন্তু লিটন না থাকলে কি ফের নিয়মিত অধিনায়ক নেতৃত্ব দেবেন? নান্নু বলেন, ‘সাকিবেরটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। ওর অ্যাভেইলেবেলিটির একটা বিষয় আছে। বিকেলের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।