ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মার্কিন দূতাবাসে সপরিবারে সাকিব, খেললেন ক্রিকেটও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
মার্কিন দূতাবাসে সপরিবারে সাকিব, খেললেন ক্রিকেটও

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রী-সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে যান বিশ্বসেরা অলরাউন্ডার।

সেখানে রাষ্ট্রদূতের সঙ্গে দারুণ সময় কাটান তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে সাকিব হঠাৎ কেন মার্কিন দূতাবাসে গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

দেখা করার সময় পিটার হাসের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। হাসের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।