ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজ

ছিটকে গেলেন তাসকিন, তৃতীয় ওয়ানডের দলে খালেদ-আফিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
ছিটকে গেলেন তাসকিন, তৃতীয় ওয়ানডের দলে খালেদ-আফিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে পরিবর্তনের ছড়াছড়ি। গতকালই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার সেই দলে যোগ হলেন আফিফ হোসেন ও খালেদ আহমেদ।

দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল খালেদের। ৯.২ ওভার বোলিং করে ৬০ রান খরচে তিন উইকেট পান তিনি। প্রথমে তৃতীয় ওয়ানডের দলে না থাকলেও পরে ফেরানো হলো ডানহাতি এই পেসারকে। কারণ তাসকিন আহমেদের অসুস্থতা।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলে ফেরানো হয়েছিল তাকে। কিন্তু পেটের পীড়ায় ভুগছেন এই পেসার। তাই তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি।

গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তাসকিনের কোনো চোট নেই। তার একটু ফুড পয়েজনিং হয়েছে। আমার মনে হয়, সে ঠিক হওয়ার পথে। তাকে বিশ্রাম নিয়ে ঔষধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ফুড পয়েজিংয়ের ব্যাপার, সেরে উঠতে একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে। ’

অন্যদিকে আফিফ প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। শেষ মুহূর্তে দলে যোগ করা হলো তাকে। শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় ওয়ানডের দলে আগেই ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চোটের কারণে তৃতীয় ওয়ানডের দলেও রাখা হয়নি আরেক পেসার তানজিম হাসান সাকিবকে।


বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। যদিও দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা। সিরিজে সমতা ফেরাতে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, আফিফ হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।