বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা! কে আগে ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে? তা নিয়ে একটা অলিখিত প্রতিযোগিতাই চলছিল। কেননা বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের ভেতর এই দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত।
আগামীকালই বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর দল দিতে আর দেরি করেনি শ্রীলঙ্কা। যাকে নিয়ে সবচেয়ে বেশি জল্পনাকল্পনা ছিল সেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে।
এশিয়া কাপের দল থেকে কেবল দুটি পরিবর্তনই আনা হয়েছে বিশ্বকাপ দলে। প্রমোদ মাদুশানের জায়গায় দিলশান মাদুশঙ্কা ও বিনুরা ফার্নান্দোর জায়গায় ঢুকেছেন লাহিরু কুমারা । এছাড়া বাদ পড়েছেন সাহান আরাচিগে। চোটের কারণে এশিয়া কাপ ফাইনাল না খেলা মাহিশ থিকশানা ফিরেছেন দলে।
গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগের প্লে-অফের ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং গ্রেড-থ্রি ছিঁড়ে যায় হাসারাঙ্গার। এ কারণে গত এশিয়া কাপেও খেলা হয়নি তার। এমনকি অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে তার। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর বিশ্বকাপে খেলার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই ছিলেন তিনি। কিন্তু চোটের আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হলো হাসারাঙ্গাকে। আগামী ৭ অক্টোবর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, কসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা, দুশান হেমন্থ, দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ: চামিকা করুনারত্নে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এএইচএস
Sri Lanka reveals its squad for the ICC Men's Cricket World Cup 2023!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 26, 2023
Let's rally behind the #LankanLions ??#CWC23 pic.twitter.com/niLO7C7RPY