ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মারক্রামের পর বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি যাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
মারক্রামের পর বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি যাদের

ব্যাটিংয়ে এসেছিলেন ৩১তম ওভারে। সাজঘরে ফিরলেন ৪৮তম ওভারে।

এর মাঝে এইডেন মারক্রাম উপহার দিলেন বিস্ময়কর এক ইনিংস। লঙ্কান বোলারদের কচুকাটা করে ৪৯ বলে তুলে নেন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ভাঙেন ১২ বছর ধরে টিকে থাকা কেভিন ও'ব্রায়েনের রেকর্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ সেঞ্চুরির পর ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন ২৯ বছর বয়সী মারক্রাম। এর আগে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও'ব্রায়েন। তার ৬৩ বলে ১২৩ রানের ইনিংসে ৩২৮ রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

ও'ব্রায়েনের চেয়ে এক বল বেশি খেলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ বলে ১০২ রান করেন এই অজি ব্যাটার। একই বিশ্বকাপে, একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। সেই ম্যাচেই দ্রুততম দেড়শ রানের (৬৪) রেকর্ড গড়েন তিনি। অপরাজিত থাকেন ৬৬ বলে ১৬২ রানে।  

২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগান। ৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেলার পথে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। যা এখনো ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।