ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে নালিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে নালিশ

অনুশীলনের সময় পাকিস্তানি ক্রিকেটাররা মাঠের মধ্যেই নামাজ পড়ে থাকেন। শুধু তা-ই নয়, আফগান ক্রিকেটারদেরও তেমনটা করতে দেখা গেছে বিশ্বকাপে।

তবে মোহাম্মদ রিজওয়ানের নামাজ পড়া নিয়ে আইসিসিতে অভিযোগ করেছেন ভারতের আইনজীবী বিনীত জিন্দাল।

পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটারের বিরুদ্ধে অভিযোগপত্রে বিনীত লিখেছেন, 'এই অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর দলের প্রথম ম্যাচে তিনি মাঠে নামাজ পড়েছেন। মাঠে রিজওয়ানের নামাজ পড়াকে অনেক ভারতীয় নাগরিকের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার চেতনাবিরোধী। '

অভিযোগনামায় আরও ঊঠে এসেছে রিজওয়ান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে হারানোর পর মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান।


অভিযোগপত্রে লেখা হয়েছে তখন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস বলেছিলেন, 'রিজওয়ান যেটা করেছে, সেটা সবচেয়ে পছন্দ হয়েছে। সে মাঠের মাঝে দাঁড়িয়ে হিন্দুদের সামনে নামাজ পড়েছে। ' বিনীত উল্লেখ করেছেন, 'বিভিন্ন ধর্মের মানুষের সামনে ৩১ বছর বয়সী রিজওয়ান নিজের ধর্মকে উপস্থাপন করার সুযোগ হিসেবে ক্রিকেট ম্যাচকে ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের মধ্যে মাঠে রিজওয়ানের নামাজ পড়ার প্রশংসাও করেছেন পাকিস্তানিরা।

এর আগে পাকিস্তানি উপস্থাপিকা জয়নাব আব্বাসের বিরুদ্ধে 'হিন্দুবিরোধী ও ভারতবিদ্বেষী' মন্তব্যের অভিযোগ এনেছিলেন বিনীত। এরপর নিজের নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়েন জয়নাব। পাকিস্তান ফিরে নিজের পুরোনো মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

বাংলাদেশ সময়:১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।