ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে ভারত

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। চার ম্যাচের একটিতেও হারেনি তারা।

তবে সেই ধারা কারা বজায় রাখতে পারে সেটাই আজ দেখার পালা।  

ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ভারত। আগের চার ম্যাচে পরে ব্যাট করেই জয় পেয়েছে তারা। ইনজুরির কারণে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় একাদশে এসেছে একাধিক পরিবর্তন। জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। বাদ পড়তে হয়েছে শার্দূল ঠাকুরকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।