বেশ আলোচিত ঘটনারই জন্ম দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। সাকিব আল হাসানের আবেদনের পর ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ম্যাচের মাঝ বিরতিতে ক্রিকবাজের আলোচনায় তিনি বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ব্রেক করে নিয়মিতই। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে দুই মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ম্যাথিউজ ওখানে গিয়ে, অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার মাথায় থাকা কথা ছিল আমার প্রথম বলটা খেলতে হবে। ’
‘তার হেলমেটের ফিতা ছিড়ে গিয়েছিল আসলেই, কিন্তু ওর আরেকটু বুদ্ধিমান হওয়ার দরকার ছিল। ও সাকিবকে খেলছিল, আঘাত পাওয়ার সম্ভাবনা ছিল। প্রথম বলটা ডিফেন্ড করে এরপর হেলমেট বদলাতে পারতো। তাহলেই সমস্যা হতো না। ’
ভনের বিশ্বাস আবেদন করার অধিকার ছিল সাকিবের। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে, সে স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গিয়েছে। কিন্তু সে তার অধিকারের মধ্যেই আছে। এটা আইনের মধ্যেই আছে। হয়তো কোনো কোনো অধিনায়ক বলতো যে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সাকিব তার অধিকারের ভেতর থেকেই করেছে। ’
একই অনুষ্ঠানে সাইমন ডুল আউটটি নিয়ে বলেন, ‘ম্যাথিউজ সাকিবের কাছে যেতে পারতো, গিয়ে বলতে পারতো আমার ফিতাটা ছিড়ে গিয়েছে। আমি কী এক দুই মিনিট পেতে পারি। আম্পায়ারের কাছে গিয়েও বলতে পারতো। যদি পারতো, তাহলে ঠিক আছে। নয়তো প্রথম বল খেলে তারপর করতো। ম্যাচ অ্যাওয়ারনেসের অভাব আছে। ’
বাংলাদেশ সময় : ২০৫৮ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০২৩
এমএইচবি