সেমিফাইনালে যেতে হলে ৪০ বলে ৩৩৮ রান করতে হতো পাকিস্তান। কিন্তু কাজটা শুধু কঠিনই, প্রায় অসম্ভবও বটে।
শেষমেষ অসম্ভবকে সম্ভব করতে পারেনি পাকিস্তান। তাই তাদের সেমিফাইনাল স্বপ্নেরও জলাঞ্জলি দিতে হয়। কেননা ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ৩০ রান। আর তাতে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের। এনিয়ে টানা পাঁচ আসরে বিশ্বকাপের সেমিতে খেলবে তারা।
এর আগে সেমিফাইনালের টিকিট কেটে রেখেছিল ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ৮ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও শীর্ষে থাকবে স্বাগতিকরা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় তিনে অস্ট্রেলিয়া। আর দশ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।
প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে টেবিলের প্রথম ও চতুর্থ দল। তাই আগামী ১৫ নভেম্বর ফাইনালে যাওয়ার লক্ষ্যে মুম্বাইয়ে লড়বে ভারত-নিউজিল্যান্ড। গত আসরেও সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলেছিল তারা। সেবার ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠে নিউজিল্যান্ড।
অপর সেমিফাইনালে পরদিন কলকাতায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল সবশেষ লড়েছিল ২০০৭ বিশ্বকাপে। সেবার প্রোটিয়াদের ৭ উইকেটে উড়িয়ে ফাইনাল খেলেছিল অজিরা।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এএইচএস