আগের দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। শুক্রবারও সকাল থেকে মিরপুরের আকাশে মেঘ।
এরপর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বেলা ১১টায় মাঠ পর্যবেক্ষণ করতে আসবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত হবে কখন শুরু খেলা। এই মুহূর্তে মাঠ তৈরির কাজ করা হচ্ছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা কিছুক্ষণ আগে থামে আলোক স্বল্পতায়। সেদিন সবমিলিয়ে ১৫ উইকেট নেন বোলাররা। ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ, পরে ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
পরদিন কিছুক্ষণ আগে খেলা শুরুর কথা ছিল। কিন্তু দিনভর ছিল বৃষ্টি। কাভারই সরানো যায়নি। ড্রেসিংরুমে ভলিবল খেলে সময় কাটে ক্রিকেটারদের। পরে দুপুরের দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময় : ১০০২ ঘণ্টা, ৮ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি