লম্বা সময় পর খেলা গড়াল মাঠে। আর আক্রমণে এসেই ড্যারিল মিচেলকে তুলে নিলেন নাঈম হাসান।
আগের দিন বৃষ্টির কারণে কাভারে ঢাকা ছিল মাঠ। ভেজা মাঠ শুকিয়ে কাভার সরিয়ে খেলা শুরু হয় দুপুর ১২টায়। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ড্যারিল মিচেল। নাঈমের বল উড়িয়ে দিয়ে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হন এই ব্যাটার। ফেরেন ১৮ রানে। এরপর ব্যাট করতে নেমে ১ রানেই উইকেট হারান মিচেল স্যান্টনার।
তবে একপ্রান্তে লড়ে যাওয়া ফিলিপস আগ্রাসী ব্যাটিংয়ে ৩৮ বলেই পান ফিফটির দেখা। তাকে সঙ্গে দিয়ে এগোচ্ছিলেন কাইল জেমিসন। তবে থিতু হতে পারেননি বেশিক্ষণ। শরিফুলের বল খেলতে গিয়ে বিদায় নেন ২০ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংসগ্রহ ১৫৭ রান।
এর আগে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। প্রথম দিনের খেলায় ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে কিউইরা।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
আরইউ