ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ওরাও খেলতে এসেছে...’, লিড নিতে না পারার প্রশ্নে নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
‘ওরাও খেলতে এসেছে...’, লিড নিতে না পারার প্রশ্নে নাঈম

৫৫ রানেই নেই পাঁচ ‍উইকেট। আলোক স্বল্পতায় খেলা একটু আগে থামলো প্রথম দিন, নয়তো সেদিনই নিউজিল্যান্ডের অলআউট হওয়ার সম্ভাবনা দেখছিলেন কেউ কেউ।

দ্বিতীয় দিনের সকাল থেকে শুরু হয় বৃষ্টি। অনবরত বর্ষণে পরিত্যক্তের কবলে পড়ে দিনটি।  

এরপর তৃতীয় দিনে এসেও প্রথম সেশন খেলা মাঠে গড়ায়নি মাঠ না শুকানোয়। ম্যাচ শুরু হওয়ার পর ব্যাটিংয়ের ধরনে বদল আনে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সফলও হয় তারা। বিশেষত গ্লেন ফিলিপস চার ছক্কার ফুলঝুঁড়ি ছুটিয়ে দলকে এনে দেন লিড।  

প্রথম ইনিংসে ১৭২ রান করা বাংলাদেশকে ৮ রানে পিছিয়ে নামতে হয় দ্বিতীয় ইনিংসে। ৯টি চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৮৭ রান করে আউট হন ফিলিপস। ৫৫ রানেই নিউজিল্যান্ডের পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশ লিড নিতে পারেনি, এ নিয়ে হতাশা জানতে চাওয়া হয়েছিল নাঈম হাসানের কাছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে ওরাও (নিউজিল্যান্ড) খেলতে এসেছে তো… আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলেছে, এজন্য ওরা লিড নিতে পেরেছে। ’

দলের মধ্যে এ নিয়ে হতাশা আছে কি না জানতে চাইলে এই স্পিনার বলেন, ‘লিড পেলে ভালো হতো… এখন আমরা আল্লাহ রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে। ’ 

তৃতীয় দিনশেষে অবশ্য এগিয়েই আছে বাংলাদেশ। তাদের লিড ৩০ রানে। কিন্তু স্বস্তি খুব একটা নেই। কারণ ৩৮ রান করতে গিয়ে স্বাগতিকদের হারাতে হয়েছে ২ উইকেট। কত রানের লক্ষ্য দিতে পারলে কিছুটা নিরাপদে থাকবে বাংলাদেশ? 

নাঈম বলেন, ‘আমার মনে হয় আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশাল্লাহ আমরা ডিফেন্ড করতে পারবো। ’ 

‘আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারবো। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারবো। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো তত ভালো হবে। ’

বাংলাদেশ সময় : ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।