ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এবার ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভরাডুবির পর এবার নিউজিল্যান্ডের পালা। এরইমধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কিউইরা।

তবে সফরকারীদের লক্ষ্যটা ছোট হওয়ায় স্বস্তিতে নেই বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কিউই ওপেনার ডেভন কনওয়ে। দলটির স্কোরবোর্ডে তখন উঠেছে মাত্র ৫ রান। এরপর নিয়মিত বিরতিতে আরও ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।  

কোনোমতে দুই অঙ্ক ছুঁতে পারা কেন উইলিয়ায়মসন (১১) বিদায় নিয়েছেন তাইজুল ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে। এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারের বলে লেগ বিফোর হন হেনরি নিকোলস (৩)। কয়েক ওভার বিরতিতে ফের আঘাত হানেন মিরাজ। এবার তার বল সেট ব্যাটার টম ল্যাথামের (২৬) ব্যাটের কানায় ছুঁয়ে জমা হয় স্লিপে থাকা নাজমুল শান্তর হাতে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটির চতুর্থ দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ১৮০ রান করে কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৪ রানে। জিততে হলে ১৩৭ রান করতে হবে কিউইদের।  

২ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে এক রান নিয়ে স্ট্রাইকে থাকেন জাকির হাসান। পরের ওভারে টিম সাউদিকে দুই বলে দুটি চার হাঁকান তিনি। এরপর মাঝখানে এক ওভার বিরতি দিয়ে প্রতিটিতেই একটি করে চার হাঁকান বাংলাদেশি দুই ব্যাটার।  

কিন্তু মুমিনুলের বিদায়ে সেটি শেষ হয়। এজাজ প্যাটেলের বলে পুল করতে গেলে তার প্যাডে লাগে বল। আম্পায়ারও আঙুল তুলে দেন সঙ্গে সঙ্গে। ১৯ বল খেলে ১০ রানে আউট হন তিনি। এরপর মুশফিকুর রহিমও ফেরেন দ্রুত।  

আগের ম্যাচে 'হ্যান্ডেলড দ্য বল' আউট হয়ে বেশ আলোচনার জন্ম দেন তিনি। এবার মিচেল স্যান্টনারের বলে ক্যাচ দেন ড্যারল মিচেলের হাতে। স্যান্টনারের শিকার হয়ে ফেরেন শাহাদাৎ হোসেন দীপুও। ১১ বলে ৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।  

একপ্রান্ত আগলে রেখে এর মধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নেন জাকির হাসান। কিন্তু তার সঙ্গীরা কেউই স্থায়ী হতে পারলেন না। মেহেদী হাসান মিরাজ এজাজ প্যাটেলকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে দাঁড়ানো স্যান্টনার ক্যাচ নেন। জাকিরের সঙ্গে নুরুল হাসান সোহান ছিলেন শেষ স্বীকৃত ব্যাটার।
কিন্তু তার তিন বলের ইনিংস ছিল অস্বস্তির। আম্পায়ারের দেওয়া আউটে রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পরের বলেই সাজঘরে ফিরতে হয় সোহানকে। এ দফায়ও তিনি এলবিডব্লিউ হন এজাজ প্যাটেলের বলে। এরপর কিছুক্ষণ টেল এন্ডারদের নিয়ে লড়াই করেন জাকির। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬ চার ও ১ ছক্কায় ৮৬ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  

তবে তার বিদায়ের পর শেষ উইকেট জুটিতে ১৬ রান যোগ করেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। ৬ বলে ৮ রান করে এজাজ প্যাটেলকে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন শরিফুল। ২১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল। ১৮ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৬ উইকেট নেন এজাজ। তিনটি উইকেট পান মিচেল স্যান্টনার, একটি টিম সাউদি।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা,  ডিসেম্বর ০৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।