টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত দুটি ম্যাচই টাই হয়েছে। প্রথমটি হয়েছিল ১৯৬০ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে।
সলোমনের জন্য শোকবার্তায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিখেছে, ‘গায়ানা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান জো সলোমন আজ (গতকাল) মারা গেছেন। ১৯৬০ সালে গ্যাবায় বিখ্যাত সেই টাই টেস্টে রান আউটটির জন্য বিখ্যাত হয়ে ছিলেন তিনি। তার পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সহমর্মিতা। শান্তিতে ঘুমোন। ’
পেশাদার ক্রিকেটে অনেকটা দেরিতেই আগমন হয় সলোমনের। ২৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন। প্রথম তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি, ডাক পান ভারত সফরের দলে। সেই সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।
১৯৫৮ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ২৭ টেস্টে ১ হাজার ৩২৬ রান করলেও সলোমন স্মরণীয় হয়ে থাকবেন সেই টাই ম্যাচের জন্য। ব্রিসবেনের গ্যাবায় শেষ দিনে ৮ বলের শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু দ্রুত অধিনায়ক রিচি বেনো ও ওয়্যালি গ্রুটকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ দুই বলে দরকার এক রানের, হাতে ছিল এক উইকেট।
শেষ ব্যাটার হিসেবে দায়িত্বটা ছিল লিন্ডসে ক্লাইনের কাঁধে। ওয়েস হলের ডেলিভারিটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা ইয়ান মেকিফ প্রান্ত বদল করার আগেই দুর্দান্ত এক থ্রোয়ে তাকে রান আউট করেন সলোমন। ক্যারিবিয়ানরা তাই মেতে উঠে টাইয়ের আনন্দে।
সেই ম্যাচে ব্যাট হাতেও ভূমিকা রাখেন সলোমন। প্রথম ইনিংসে ৬৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪৭ রান। পরের টেস্টে অবশ্য কিছুটা বিতর্কের জন্ম দেন তিনি। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হিট উইকেট আউট হন সাবেক এই ব্যাটার। সেটাও অদ্ভুতভাবে! তার মাথা থেকে টুপি পড়ে যায় স্টাম্পের ওপর। তাতে উইকেটের উপরে থাকা বেলও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এএইচএস