ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে উন্নতি করতে আসি নাই, জিততে আসছি: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
টেস্টে উন্নতি করতে আসি নাই, জিততে আসছি: শান্ত

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের জন্য অভিবাদন ভেসে এলো গ্যালারি থেকে।

তিনিও হাসিমুখে সেটি গ্রহণ করলেন। শান্ত এমন অভিবাদন আদতে প্রাপ্যও। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন।  

পরে মিরপুরে দ্বিতীয় টেস্টেও লম্বা সময় ম্যাচে ছিল বাংলাদেশ। শেষ অবধি অবশ্য হারতে হয়েছে ৪ উইকেট। দুই ম্যাচের পরই ঘরের মাঠে স্পিন উইকেট বানানো নিয়ে আলোচনা হয়েছে। উইকেটের বেশির ভাগই গেছে স্পিনারদের দখলে।  

এ নিয়ে আলোচনা-সমালোচনাও আছে বেশ। মিরপুরের দ্বিতীয় টেস্টে সবমিলিয়ে খেলা হয়েছে ১৭৭ ওভার ১ বল। মাঝে বৃষ্টির বাধা না থাকলে হয়তো টেস্ট শেষ হতো দুদিনেই। যদিও এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক শান্ত। তার মত, ঘরের মাঠের সুবিধা নেওয়াই উচিত।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে তো আমরা উন্নতি করতে আসি নাই, জিততে আসছি। এখানে জেতার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের সুবিধা অবশ্যই নেওয়া উচিত। ’

বাংলাদেশ এমন উইকেটে খেলার কারণে বিদেশে ভালো করতে পারে না, এমন অভিযোগ অনেকদিনের। এ নিয়েও কথা বলেছেন শান্ত। তিনি বলছেন, ঘরোয়া লিগেই ব্যবহার করা উচিত ভিন্ন ভিন্ন উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটকে অনুশীলনের মঞ্চ হিসেবে দেখেন না বলেও জানান শান্ত।

তিনি বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলি, সেখানে আমরা ভালো উইকেটে বা এমন কন্ডিশন বানায়ে অনুশীলন করতে পারি। যখন আমরা হোমে খেলব আমরা এনসিএলে এমন উইকেটে খেললাম। ’ 

‘আবার অ্যাওয়ের জন্য দুই তিনটা উইকেট আমরা এভাবে বানালাম। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট অনুশীলনের জায়গা না। এখানে উন্নতি করারও কিছু নাই যে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি। ’

ঘরের মাঠেও বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না। এতে অনেক সময় ম্যাচও হারতে হচ্ছে। ঢাকা টেস্টের দুই ইনিংসেও ১৭৭ ও ১৪৪ রান করেছে বাংলাদেশ। তাহলে ব্যাটাররা কোথায় রান করবেন? শান্ত বলছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো উইকেটে খেলবেন তারা।  

তিনি বলেন, ‘হোমে আমরা যখন সাদা বল মানে ওয়ানডে-টি টোয়েন্টি খেলব, তখন আমাদের সবসময় ভালো উইকেটে খেলা উচিত। যদি আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে চাই। শেষ বছর বিপিএলে খুব ভালো উইকেট ছিল। ’

‘ডিপিএলে মোটামুটি ভালো উইকেটই থাকে। তো আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলব, এখানে যখন আমরা ভালো উইকেটে খেলা শুরু করব, তখন আমাদের সাদা বলের খেলাটা আলাদা হবে। লাল বল সাদা বল আলাদা। গেম প্ল্যানটা আলাদাভাবে করতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৭২৯ ঘণ্টা, ৯ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।