ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সম্ভবত আমার খেলা সবচেয়ে বাজে উইকেট: সাউদি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
সম্ভবত আমার খেলা সবচেয়ে বাজে উইকেট: সাউদি

১৭৭ ওভার তিন বলেই শেষ হয়ে গেছে ঢাকা টেস্ট। নিউজিল্যান্ড-বাংলাদেশের লড়াইয়ে মাঝে অবশ্য দুদিন ছিল বৃষ্টির বাগড়া।

নয়তো ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা ছিল বেশ আগেই। সিরিজের দ্বিতীয় টেস্ট ব্যাটারদের জন্য ছিল রীতিমতো মৃত্যু ফাঁদ।  

প্রথম দিনেই ১৫ উইকেট হারিয়ে ফেলে দুই দল। পরেও খেলা হয়েছে সবমিলিয়ে একদিনের মতো। এমন উইকেট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে ম্যাচশেষে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি বলছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট হতে পারে মিরপুর।  

‘সম্ভবত আমার ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট। যেমনটা আগেও বলেছি, ব্যাট ও বলের ভারসাম্যের দিক থেকে বোলারদের দিকে অনেক বেশি হেলে গিয়েছে। আমার মনে হয় ম্যাচ ১৭০ ওভারে শেষ হওয়া (আসলে ১৭৭ ওভার তিন বল) তার প্রতিফলন। তাই আমাদের ছেলেদের জেতাটা খুব শান্তির ব্যাপার। ’

‘আমার মনে হয় এটা একটা অসম্পূর্ণ টেস্ট ম্যাচ। কঠিন উইকেট ছিল। রান করা কঠিন ছিল। অল্প কিছু মুহূর্ত ও জুটিগুলো গুরুত্বপূর্ণ ছিল। যেগুলো আমার মনে হয় যেসব উইকেটে ব্যাটিং-বোলিংয়ে সমতা থাকে সেখানে সামনে আসে না। কিন্তু ছেলেদের সামনে এগিয়ে আসা, এ ধরনের কঠিন পিচে লড়াই করা ও জেতাটা স্বস্তির। ’

এমনিতে ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো নতুন কিছু নয়। বিশেষত টেস্টে সেটি দেখা যায় বেশি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, এতে কোনো সমস্যা দেখেন না তিনি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর বিষয়টি মেনে নিচ্ছেন সাউদিও।

তিনি বলেন, ‘আপনি যদি পুরো দুনিয়াতেই দেখেন, ঘরের বাইরে জেতাটা খুব কঠিন হয়ে গেছে এই সময়ে। কন্ডিশন হোম টিমের জন্য মানানসই। আর আমার মনে হয় বাংলাদেশ কয়েক বছর ধরে দেখিয়েছে তারা তিন ফরম্যাটে উন্নতি করছে। হোম কন্ডিশনে তারা কঠিন প্রতিপক্ষ। ’

‘যখন আপনি এদিকে আসবেন, এখানে আসা কঠিন হবে। আমার মনে হয় তারা সবসময় উন্নতি করছে আর ঠিক পথে যাচ্ছে। কিন্তু আপনি বাকি দেশগুলোতেও দেখুন, আপনি যদি ভারতে যান, ওখানে জেতা অনেক কঠিন, অস্ট্রেলিয়াও। যেসব দেশগুলো নিউজিল্যান্ডে এসেছে, এটাও কঠিন জায়গা জেতার জন্য। টেস্টে ঘরের বাইরে জেতার জন্য কঠিন প্রচেষ্টার দরকার হয়। ’

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।