নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের ফলাফল ছাপিয়ে সবচেয়ে চর্চিত বিষয় ছিল পিচ। এবার মিরপুরের সেই পিচকে 'অসন্তোষজনক' আখ্যা দিল আইসিসি।
বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রসেস-এর অধীনে এই রেটিং পেয়েছে দ্বিতীয় টেস্টের পিচ। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
ওই টেস্টে মোট ৩৬টি উইকেটের পতন হয়, যার মধ্যে ৩০টিই গেছে স্পিনারদের ঝুলিতে। বিশেষ করে পিচের আচরণ থেকে সহায়তা পেয়েছেন স্লো পেস কিংবা স্পিন বোলাররা। খেলা শেষে পিচ নিয়ে দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিশিয়ালদের উদ্বেগের ব্যাপারটি আইসিসির কাছে পাঠানো রিপোর্টে উল্লেখ করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
আইসিসি জানিয়েছে, বুনের ভাষ্য অনুযায়ী: আউটফিল্ড ভালো ছিল। এমনকি বৃষ্টি বাধা সত্ত্বেও খেলার উপযোগী ছিল। তবে, পিচ ঠিকভাবে প্রস্তুত ছিল না। প্রথম সেশন থেকেই অসমান বাউন্স ছিল এবং অনেক বলে পিচ ফেটে যাচ্ছিল। স্পিনারদের অনেক ডেলিভারি সামনে এগিয়ে আসা ব্যাটারদের কাঁধের ওপর দিয়ে, আবার মাঝে মাঝে অনেক নিচু হয়ে যাচ্ছিল। '
ডিমেরিট পয়েন্ট আগামী পাঁচ বর্ষচক্রে কার্যকর থাকবে এবং কোনো ভেন্যু যদি ৬ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে এক বছর নিষিদ্ধ থাকবে।
মিরপুর টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৭২ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এর জবাবে ১৮০ রান করে ৮ রানের লিড নেয় নিউজিল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ১৩৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জেতে সফরকারীরা।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমএইচএম