পাকিস্তানের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এ ম্যাচে ফিলিস্তিনের জন্য একটি বার্তা সম্বলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন উসমান খাজা।
খাজার বিশেষ জুতায় লেখা ছিল ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’। সেটি নিয়ে এরই মধ্যে কথাও বলেছেন অস্ট্রেলিয়ান এই মুসলিম ক্রিকেটার। একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রতিবাদ নয় শুধু মানবাধিকারের পক্ষে দাঁড়াতে চান তিনি।
তবে নিজের সে ভাবনা বদলে ফেলেছেন খাজা, বিষয়টি জানিয়েছেন তার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে দ্রুতই গিয়ে কথা বলেছি আর সে বলেছে জুতা পরবে না। আইসিসি তাদের নিয়মের বিষয়টি সামনে এনেছে। আমি জানি না খাজা এটা জানে কি না। সে এসব নিয়ে উচ্চবাচ্য করতে চায়নি। ’
অবশ্য সতীর্থের পাশে থাকার কথাও জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের দলের শক্তিশালী দিক যে দলের সবার নিজস্ব মতামত ও ভাবনা আছে। এ বিষয়ে আমি খাজার সঙ্গে কথা বলেছি। আমরা তার পাশে আছি। ’
আইসিসির নিয়মে বলা আছে, অনুমতি ছাড়া ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা কোনো ধরনের বার্তা আছে এমন কোনো পোশাক অথবা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না। এর আগে ইউনিসেফের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন খাজা।
সেটির ক্যাপশনে তিনি লেখেন, ‘মানুষের কি নিরপরাধদের হত্যার ব্যাপারে কোনো ভাবনা-চিন্তা নেই? নাকি তাদের গায়ের রঙ কম গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছে? অথবা তাদের ধর্ম?’
বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি