ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিং-পাওয়েলের ব্যাটে উইন্ডিজের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
কিং-পাওয়েলের ব্যাটে উইন্ডিজের জয়

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিল টানা দ্বিতীয় জয়।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল গ্রেনাডায় ইংলিশদের ১০ রানে হারিয়েছে তারা।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৬ করে উইন্ডিজ। রান তাড়ায় নামা ইংল্যান্ডকে ১৬৬ রানের বেশি করতে দেয়নি স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৩ রান এনে দেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স। মেয়ার্স ১৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় ৫৪ রানের মধ্যে আরো ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। নিকোলাস পুরান ৫, শাই হোপ ১ ও শিমরন হেটমায়ার আউট হন মাত্র ২ রান করে।  

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক রভম্যান পাওয়েলকে নিয়ে ৪৯ বলে ৮০ রানের জুটি গড়েন কিং। পাওয়েল আউট হন ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে। ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন কিং।

১৭৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দলীয় ৯ রানেই ইংল্যান্ড হারায় অধিনায়ক জস বাটলারের উইকেট। দ্বিতীয় উইকেট জুটিতে উইল জ্যাকস ও ফিল সল্ট বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে দায়িত্ব নিয়ে খেলে ইনিংস বড় করতে পারেননি তারা। সল্ট ২৫ ও জ্যাকস আউট হন ২৪ রান করে।

 
এরপর হাল ধরার চেষ্টা করেন স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন। এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুদাকেশ মোতি। ১৭ রান করেই ফিরতে হয় লিভিংস্টোনকে। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। ক্রিস ওকসও ফিরে যান মাত্র ২ রান করে। এরপর মঈন আলী ১৩ বলে ২২ ও রিহান আহমেদ ৩ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।


বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।