ঘরের মাঠে অনেকদিন ধরে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে অনেকদিন ধরে ভালো।
দেশটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে কখনোই জিততে পারেনি ওয়ানডে বা টি-টোয়েন্টি। এবার তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ভোরে প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষ কোচ গ্যারি স্টিডের কণ্ঠে সমীহই ছিল বাংলাদেশের জন্য।
তিনি বলেছেন, ‘দেশের বাইরের কন্ডিশনে বেশ উন্নত দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে। ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা অবশ্যই ভালো করতে পারে। ’
বাংলাদেশের বিপক্ষে অবশ্য কিছুটা তরুণ দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপ স্কোয়াডের ১১ জনই নেই এবার। টানা খেলার ধকল থেকে স্বস্তি দিতেই এমন করা হয়েছে বলে জানালেন স্টিড।
তিনি বলেন, ‘দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। আমাদের সামনে কিন্তু ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ। ’
বাংলাদেশ সময় : ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস