ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রাজিল সমর্থক হয়েও যে কারণে মেসির মতো উদযাপন করলেন রাব্বি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ব্রাজিল সমর্থক হয়েও যে কারণে মেসির মতো উদযাপন করলেন  রাব্বি ট্রফি হাতে যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি

আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি আজ। যা এখনো অমলিন প্রত্যেক আর্জেন্টাইন ভক্তের স্মৃতিতে।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ট্রফি নিয়ে অধিনায়ক লিওনেল মেসি যেভাবে সতীর্থদের সঙ্গে উদযাপন করেছেন তা কখনোই ভুলতে পারবেন না তারা। ঠিক তেমনই এক উদযাপন দেখা গেল গতকাল যুব এশিয়া কাপে। যেখানে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দলীয় অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি অবশ্য মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক। আজ দেশে ফিরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানালেন সেই উদযাপনের কারণ।

রাব্বি বলেন, 'না কাউকে অনুসরণ করে করিনি (উদযাপন)। আমি নিজেও আসলে ব্রাজিলকে সমর্থন করি। আসলে মেসির উদযাপন করার কারণ হচ্ছে এই উদযাপনটা আসলে আমার দল খুব বেশি উপভোগ করে। এই জন্য এই উদযাপনটা করা। আমি আর্জেন্টিনার সমর্থক না। (এমন উদযাপনে) দলের সবাই আসলে চাঙ্গা থাকে। ' 

ট্রফি নিয়ে ঘুমিয়েছেন কি না সেই প্রশ্নে রাব্বির জবাব, 'হ্যাঁ অবশ্যই। এই ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে। ফাইনাল খেলার আগে দুই রাত খুব কষ্ট করেছি। যখনই জিনিসটা পেয়েছি...'

এশিয়া কাপ জিতে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ নেই। আর এক মাস পরই শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে এশিয়া কাপ জয় দলের প্রস্তুতিকে আরও পোক্ত করেছে বলে জানালেন রাব্বি।

তিনি বলেন, 'প্রথমত আলহামদুল্লিলাহ। প্রথমবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম। ….. তাই এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। আমাদের সামনে যে বিশ্বকাপ আছে এটার জন্য আমাদের খুব বড় একটা দায়িত্ব বেড়ে গিয়েছে। এশিয়া কাপ থেকে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য। ' 

ঠিক এশিয়া কাপের আগ দিয়েই অধিনায়কত্ব পেয়েছেন রাব্বি। সেজন্য ধন্যবাদ জানালেন টিম ম্যানেজমেন্টকে। তিনি বলেন, 'আমি ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। সবার আগে ধন্যবাদ দিতে চাই আমার টিম ম্যানেজমেন্টকে এবং আমার দলের খেলোয়াড়রা খুব ভালো খেলেছে। তারা পাশে না থাকলে হয়তোবা এই সাফল্যটা আসত না। পরিকল্পনা ছিল যে দেশের জন্য কিছু করব। ক্রিকেটার হিসেবে আমি এটা আরও ছয় মাস আগে পরিকল্পনা করেছি। ' 


'আমি একজন সাধারণ ক্রিকেটার, কিন্তু আমার ছয় মাস আগে থেকে পরিকল্পনা ছিল যেহেতু ইনশাল্লাহ এশিয়া কাপ কখনও বাংলাদেশে আসেনি, চেষ্টা করেছি যে এশিয়া কাপ যেন বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে বড় একটা প্রাপ্তি হবে মনে করছিলাম।


কোচিং স্টাফদের নিয়ে রাব্বি বলেন, 'আসলে প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং ম্যাচ। আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য। আর আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদের খুব ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে। আমাদের জন্য বিদেশি কোচ নিয়োগ দিয়েছে। যেমন আমাদের কোচ স্টুয়ার্ট ল স্যার আছেন, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর স্যার আছেন। তাদের থেকে আমরা খুব ভালো টিপস পাচ্ছি। কঠিন সময়গুলোতে কিভাবে আমরা ঘুরে দাঁড়াব, মানসিকভাবে শক্ত থাকব- এই সাপোর্টগুলো তারা আমাদের দিয়ে থাকেন। '

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।