আন্তর্জাতিক ক্রিকেটে পুরো মনোযোগ দিতে গত মৌসুমে আইপিএল খেলেননি প্যাট কামিন্স। তার পুরস্কারও পেয়েছেন তিনি।
আইপিএলের নিলামের ইতিহাসে কামিন্সই এখন সবচেয়ে দামি খেলোয়াড়। আগের রেকর্ডটি ছিল স্যাম কারানের। গত আসরের নিলামে তাকে সাড়ে ১৮ কোটি রুপি দিয়ে কিনে নেয় পাঞ্জাব কিংস। কারানের চেয়ে দুই কোটি রুপি বেশি দাম কামিন্সের। আইপিএলে এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন অজি অধিনায়ক।
কামিন্সের আগেও হায়দরাবাদ দলে ভিড়িয়েছে আরও এক বিশ্বকাপজয়ীকে। ফাইনাল ও সেমিফাইনালে ম্যাচসেরা হওয়া ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপি দিয়ে কিনেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ কোটিতে রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস, ৪ কোটিতে হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস, ৫ কোটিতে জেরাল্ড কোতজিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স, দেড় কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হায়দরাবাদ, ১.৮ কোটিতে রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস ও ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।
আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকা:
ক্রিকেটার | দল | মূল্য | আসর |
প্যাট কামিন্স | সানরাইজার্স হায়দরাবাদ | ২০.৫০ কোটি রুপি | ২০২৪ |
স্যাম কারান | পাঞ্জাব কিংস | ১৮.৫০ কোটি রুপি | ২০২৩ |
ক্যামেরন গ্রিন | মুম্বাই ইন্ডিয়ান্স | ১৭.৫০ কোটি রুপি | ২০২৩ |
বেন স্টোকস | চেন্নাই সুপার কিংস | ১৬.২৫ কোটি রুপি | ২০২৩ |
ক্রিস মরিস | রাজস্থান রয়্যালস | ১৬.২৫ কোটি রুপি | ২০২২ |
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এএইচএস