ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাহিদা, লম্বা লাফ মুর্শিদার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাহিদা, লম্বা লাফ মুর্শিদার

প্রথমবার বাংলাদেশের কোনো মেয়ে ক্রিকেটার হিসেবে পেয়েছেন মাসসেরার পুরস্কার, এবার সেই নাহিদা আক্তারই র‌্যাংকিংয়ে করেছেন বাজিমাত। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দ্বাদশে উঠে এসে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন তিনি।

ছন্দে থাকা নাহিদা নিজের শেষ ৯ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছেন বড় অবদান। এতে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২। ক্যারিয়ার সেরা অবস্থানে থাকা নাহিদার সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বাদশ অবস্থানে রয়েছেন পাকিস্তানের নাশরা সান্ধু।

নাহিদার পরে ৪৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে রয়েছেন সালমা খাতুন। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫৬ নম্বরে আছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ৩২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই সুলতানা খাতুন। তিন স্পিনারই আছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। এছাড়া ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে আছেন পেসার মারুফা আক্তার।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়েছেন মুর্শিদা খাতুন। ৩৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫২ নম্বরে আছেন তিনি। ক্যারিয়ার সেরা ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ফারজানা হক আছেন ১৫ নম্বরে। অধিনায়ক নিগার সুলতানা আছেন ২৭ নম্বরে; ক‍্যারিয়ার সেরা ৫০৯ রেটিং পয়েন্ট নিয়ে। এছাড়া ক‍্যারিয়ার সেরা ২৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ৬৮ নম্বরে আছেন ওপেনার শামিমা সুলতানা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।