ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, অভিষেক রিশাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, অভিষেক রিশাদের

প্রথম ওয়ানডেতে ছিল বৃষ্টির বাধা। ম্যাচের দৈর্ঘ কমে আসায় ‘ভেস্তে যায়’ বাংলাদেশের সব পরিকল্পনা।

এবার দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সফরকারীদের।  

নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।  

রিশাদ জায়গা পেয়েছেন মূলত আফিফ হোসেনের জায়গায়। আগের ম্যাচে একজন বোলার কম নিয়ে খেলেছিল বাংলাদেশ, তাতে ভুগতেও হয়েছে। এবার ওই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে বাংলাদেশ। এছাড়া মোস্তাফিজের জায়গাটি নিয়েছেন তানজিম হাসান সাকিব।  

বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ

নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, এডাম মিলনে, আদিত্যে আশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ওরোরকে

বাংলাদেশ সময় : ০৩৩৪ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।