ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের পারফরম্যান্সে খুশি তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
নিজের পারফরম্যান্সে খুশি তানজিম সাকিব

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এর আগে ওয়ানডেতে জয়ের মুখ দেখেনি টাইগাররা।

তবে ইতিহাস আজ বদলে ফেলেছে তারা। কিউইদের মাটিতে তাদের বিপক্ষে বিশাল এক জয় তুলে নিয়েছে শান্তবাহিনী।  

এমন জয়ের দিনে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের চার পেসার। এদের মধ্যে তিনজন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও পার্ট-টাইম বোলার সৌম্য সরকারের দখলে সমান ৩টি করে উইকেট। বাকি উইকেট মোস্তাফিজুর রহমানের।  

ওপেনিং স্পেলে বোলিং শুরু করা শরিফুল ৭ ওভারে ২২ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। নতুন বলের আরেক বোলার তানজিম হাসান সাকিব ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। মেডেন দিয়েছেন ২টি।  

অন্যদিকে মিডিয়াম পেসার সৌম্য সরকার ৬ ওভারে ১৮ রানে নেন তাদের সমান ৩ উইকেট। ১টি মেডেনও আছে। তবে ইকোনমি, মেডেন সংখ্যা এবং উইকেট বিচারে তানজিম সাকিবই হয়েছেন ম্যাচসেরা।

ম্যাচ শেষে ২১ বছর বয়সী এই পেসার বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই সন্তুষ্ট। যেভাবে শুরু করেছিলাম তা ভালো ছিল। বোলিংটা উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। ’

পেসারদের জন্য আদর্শ উইকেট পেয়ে তা কাজে লাগাতে পেরে খুশি তানজিম সাকিব বলেন, ‘লাইন ও লেংথ ধরে রেখে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি। পেসারদের জন্য এটা দারুণ পিচ। লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে সেটা পেরেছি। ’

নেপিয়ারে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপের মুখে নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।