ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মামুন-প্রীতমের সেঞ্চুরি, ম্যাচ জেতালেন অঙ্কন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
মামুন-প্রীতমের সেঞ্চুরি, ম্যাচ জেতালেন অঙ্কন প্রীতম কুমার

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিশতকও ছিল তার। তবে এবারই প্রথম লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরি পেলেন আব্দুল্লাহ আল মামুন।

রংপুর বিভাগের এই ক্রিকেটারের সঙ্গে সেঞ্চুরি করেছেন প্রীতম কুমার। সেঞ্চুরি না পেলেও দলকে জিতিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

কক্সবাজারে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে উত্তরাঞ্চল। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান করে দক্ষিণাঞ্চল। পরে জোড়া সেঞ্চুরিতে ৯ বল আগেই জেতে উত্তরাঞ্চল।

শুরুতে ব্যাট করতে নেমে তিনশ ছাড়ানো সংগ্রহ পাওয়ার পথে দক্ষিণাঞ্চলের তিন ব্যাটার হাফ সেঞ্চুরি হাঁকান। তবে কেউই তিন অঙ্ক ছুঁতে পারেননি। ৪৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন মোসাদ্দেক হোসেন।  

শেষদিকে মোসাদ্দেকের সঙ্গে জুটি বেঁধে ১৯ বলে ৩১ রান করেন সোহাগ গাজী। ওপেনার আশিকুর রহমান ৭৪ বলে ৬০ ও মার্শাল আইয়ুব ৮০ বলে ৬১ রান করেন। উত্তরাঞ্চলের হয়ে ৯ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু।  

বড় রান তাড়ায় নেমে জোড়া সেঞ্চুরিতে জয় পায় উত্তরাঞ্চল। লিস্ট এ তে প্রথম সেঞ্চুরি পান প্রীতম কুমার ও মামুন। ১১৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১০০ রান করেন মামুন। ১১২ বলে ১০৮ রান আসে প্রীতমের ব্যাটে।  

আরেক ম্যাচে পশ্চিমাঞ্চলকে ২৩ রানে হারিয়েছে মধ্যাঞ্চল। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান করে মধ্যাঞ্চল। দলের হয়ে ৬ চার ও ৪ ছক্কায় ৮৬ বলে সর্বোচ্চ ৯৫ রান করেন অঙ্কন। ৩ উইকেট পান খালেদ আহমেদ।

জবাব দিতে নেমে ৯ উইকেটে ২৫৭ রানের বেশি করতে পারেনি পশ্চিমাঞ্চল। দলের পক্ষে ৫২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন ইয়াসির আলি। দুই উইকেট করে নেন রিপন মণ্ডল ও নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।