ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ হাথুরুসিংহের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ হাথুরুসিংহের

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরটি বসার আগে এই ফরম্যাটে সবমিলিয়ে মাত্র ১১টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ।

যার প্রথম ধাপ শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।  

আগামীকাল নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। যেহেতু সামনে খুব বেশি ম্যাচ বাকি নেই। তাই এই সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ হিসেবেই ধরে নিয়েছেন হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে। এমনকি এই দল থেকেই বেশিরভাগ ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।  

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘ছেলেদের জন্য এটা (নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ) পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে বেশিরভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। দল নির্বাচনটাও এভাবে হয়েছে। নির্বাচকরাও এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো ছেলেদের ওপর নির্ভর করছে। ’

সামনের এই ১১ ম্যাচের পাশাপাশি আগামী বিপিএলকেও বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই কোচ। তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। আমরা আর ১১টি ম্যাচ খেলতে পারব, সাথে বিপিএলও আছে। আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই পরিকল্পনা। ’

ম্যাচ যেহেতু কম, তাই অনুশীলন নিয়ে খুব বেশি ভাবছেন না হাথুরু। প্রস্তুতি থেকে মূল ম্যাচের প্রতিই মনোযোগ তার। তিনি বলেন, ‘অনুশীলন আদর্শ হলো নাকি হলো না, সেটা নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই। কারণ আমরা মাত্র এই কয়েকটি ম্যাচই খেলতে পারব। এই সময়ের মাঝে আমাদের ভূমিকা এবং পরিকল্পনাটা ঠিক করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।