ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এই জয় দেশ, মানুষ ও দলের জন্য গর্বের: মাহেদী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এই জয় দেশ, মানুষ ও দলের জন্য গর্বের: মাহেদী

দিন দশেক আগেও নিউজিল্যান্ডের মাটিতে রঙিন পোশাকে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। কিন্তু এক সিরিজেই আলাদা দুই ফরম্যাটে জয় পেয়েছে তারা।

নিউজিল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে হারানোর সুখস্মৃতিতে সিরিজ শেষ করে বাংলাদেশ।  

পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে তারা। এই ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। বোলিংয়ে দুই উইকেটের সঙ্গে ব্যাট হাতে শেষদিকে ১৬ বলে ১৯ রান করে ম্যাচসেরা হয়েছেন মাহেদী হাসান।  

ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেলাম। অবশ্যই এটা আমাদের দেশ, মানুষ ও দলের জন্য গর্বের ব্যাপার। ’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শুরুতে জয় পেয়েছিল টেস্টে। সেটি এসেছিল মাউন্ট মঙ্গুনইতে। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচও হবে ওই ভেন্যুতে। এজন্য আরও বেশি আশাবাদী হচ্ছেন মাহেদী।

তিনি বলেন, ‘আমরা সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি। মাউন্ট মঙ্গানুইতে টেস্টে আমাদের অনেক ভালো সুখস্মৃতি আছে। এজন্য টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা দেখছি পরের দুই ম্যাচে। ’

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া ছিল সিরিজ জেতা। ওয়ানডেতে সেটি হয়নি, তবে টি-টোয়েন্টিতে তেমন কিছুর ব্যাপারে আত্মবিশ্বাসী মাহেদী। একই সঙ্গে তিনি বলছেন, অধিনায়কের বার্তা অনুপ্রাণিত করে তাদের।

মাহেদী বলেন, ‘আমরা প্রতিটা সিরিজ যেগুলো খেলি না কেন। সবাই তো জেতার জন্য খেলে, কেউ হারার জন্য খেলে না। হয়তো ম্যাচের ওপর নির্ভর করে, উঠানামা হয়। এটা নির্ভর করে বাইশ গজে আপনি কীভাবে ব্যাটিং, বোলিং করতেছেন, প্রয়োগ কীভাবে করছেন। একটা খেলোয়াড়ও হারার জন্য এখানে আসে না, সবাই জেতার জন্য আসে। ’

‘অধিনায়ক তো সবসময় মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে। খেলোয়াড়রা যেন সবাই আত্মবিশ্বাসী থাকে। হইতে পারে আমরা ফেইল করি, কিন্তু এই বিশ্বাসটা খেলোয়াড়দের মধ্যে কাজ করে। ’

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।