ভারতকে মাত্র তিন দিনেই হারিয়ে দেওয়া টেস্টে চোট পেয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তাই ওয়ান্ডারার্স টেস্টে খেলা হচ্ছে না তার।
গতকাল ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে বাভুমার চোটের কথা জানান দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড শুক্রি। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই চোট পান প্রোটিয়া অধিনায়ক। বিরাট কোহলির নেওয়া শট দৌড়ে গিয়ে ঠেকাতে গিয়ে চোট পান তিনি।
ম্যাচ শেষে প্রোটিয়া কোচ জানান, ‘শারীরিকভাবে টেম্বা খুব ভালো অবস্থায় নেই। যেকোনোভাবে ব্যাটিংয়ের জন্য সে প্রস্তুত ছিল। আমরা তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। কিছু বিষয় থাকে ট্যাকটিক্যাল। সম্ভাব্য ঝুঁকির কথা মনে হয়েছে আমাদের। ঝুঁকি ছিল তার অবস্থা আরও খারাপ হতে পারে। দুই সপ্তাহ সময়ের মধ্যে তাকে আবার দেখা হবে। নিশ্চিতভাবেই সে কেপ টাউনে খেলতে পারবে না। জুবায়ের হামজা যোগ দেবে দলে। ’
এর আগে দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ নেতৃত্ব দিয়েছিলেন এলগার। ২০১৭ থেকে চলতি বছরের শুরুর সময় পর্যন্ত তার নেতৃত্বে ১৭ টেস্ট খেলে ৯টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার ক্যারিয়ারের শেষ ম্যাচে আরও একবার টস করতে নামবেন এই ওপেনার।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
আরইউ