ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোটের কারণে নেই ম্যাচে, নিউজিল্যান্ডেই থাকছেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
চোটের কারণে নেই ম্যাচে, নিউজিল্যান্ডেই থাকছেন লিটন

প্রথম রানটা নিয়েছিলেন ঠিকঠাকভাবে। দ্বিতীয়টির জন্য ফিরতি দৌড় দিতে গিয়ে পায়ে পান চোট।

হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেও ইনজুরি বেশ ভালোভাবেই আঘাত করেছে লিটন দাসকে। নিউজিল্যান্ডের সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটারের।

এমআরআই রিপোর্ট নিশ্চিত করেছে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এই ব্যাটার। তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে যাননি অবশ্য। নিউজিল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন লিটন। এমনটিই জানিয়েছেন ফিজিও কিরন থমাস।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমআরই নিশ্চিত করেছে লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে লো গ্রেডে স্ট্রেইন আছে। এজন্য সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছে না। এখানেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে লিটন। ’

ডান হাতে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন সৌম্য সরকারও। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস লিটন। দুই চার ও এক ছক্কায় লিটনের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১১৬। লিটনের ব্যাটে নেপিয়ারে বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারায়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।