প্রথম রানটা নিয়েছিলেন ঠিকঠাকভাবে। দ্বিতীয়টির জন্য ফিরতি দৌড় দিতে গিয়ে পায়ে পান চোট।
এমআরআই রিপোর্ট নিশ্চিত করেছে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এই ব্যাটার। তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে যাননি অবশ্য। নিউজিল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন লিটন। এমনটিই জানিয়েছেন ফিজিও কিরন থমাস।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমআরই নিশ্চিত করেছে লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে লো গ্রেডে স্ট্রেইন আছে। এজন্য সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছে না। এখানেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে লিটন। ’
ডান হাতে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন সৌম্য সরকারও। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস লিটন। দুই চার ও এক ছক্কায় লিটনের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১১৬। লিটনের ব্যাটে নেপিয়ারে বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারায়।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ