টেস্টের পাশাপাশি ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিলেন ডেভিড ওয়ার্নার। রঙিন পোশাকের ৫০ ওভারের ফরম্যাটে তার ক্যারিয়ার বিশ্বকাপ শেষেই শেষ হয়ে গেছে বলে জানালেন তিনি।
বিদায়ী টেস্ট খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ‘অবশ্যই আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। বিষয়টা আমি বিশ্বকাপজুড়েই বলে আসছিলাম এবং এর মধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলাম, যেটা আমার মতে অনেক বড় অর্জন। সুতরাং, আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি, যা আমাকে বিশ্বজুড়ে অন্যান্য লিগ খেলার এবং ওয়ানডে দলকে কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। সামনের দুই বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং তারা যদি চায়, তাহলে আমি থাকব। ’
ওয়ার্নার আরও বলেন, ‘এটি এমন এক সিদ্ধান্ত, যা আমি খুবই, খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিয়েছি। যে অবস্থা থেকে আমরা ভারতে বিশ্বকাপ জিতেছি তা একদমই অসাধারণ ছিল। পরপর দুই ম্যাচ হারের পর একে অপরের সঙ্গে বন্ধনটা আরও মজবুত হয়। আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা কোনোভাগ্যক্রমে বা অপ্রত্যাশিত ছিল না। ম্যাক্সির (গ্লেন ম্যাক্সওয়েল) বীরত্ব, কামিন্সের অধিনায়কত্ব ও ভারতের বিপক্ষে যেভাবে আমরা খেলেছি তা ছিল দুর্দান্ত। একইসঙ্গে কলকাতার সেমিফাইনালকেও হিসেবের বাইরে রাখা যাবে না। ’
২০০৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ওয়ার্নারের। প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে ১৬১ ম্যাচে ৪৫.৩০ গড়ে ৬ হাজার ৯৩২ রান করেছেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয়ে আছে তার নাম। এছাড়া সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শীর্ষে থাকা রিকি পন্টিংয়ের (২৯) পরেই আছেন ২২টি সেঞ্চুরির করা এই ওপেনার। দুটি বিশ্বকাপ শিরোপা আছে তার ঝুলিতে। আগামী ৩ জানুয়ারি ঘরের মাঠ সিডনিতে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামবেন তিনি।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এএইচএস