প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজে এনেছে ১-১ সমতা।
শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ৭২ রানের উদ্বোধনী জুটি দাঁড় করায় আরব আমিরাত। ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। কিন্তু একপ্রান্ত আগলে রেখেছিলেন আরেক ওপেনার আরিয়ান লাকরা। অষ্টম উইকেটে আকিফ রাজাকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়েন তিনি। তাতে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। লাকরা অপরাজিত থাকেন ৪৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করে।
জবাব দিতে নেমে ভালো শুরু পেলেও তা শেষ পর্যন্ত টেনে নিতে পারেনি আফগানিস্তান। মুহাম্মদ জাওয়াদউল্লাহ ও আলি নাসিরের দারুণ বোলিংয়ে গুটিয়ে যায় ১৫৫ রানেই। দুই বোলারই শিকার করেন ৪টি করে উইকেট। তবে জাওয়াদকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন নাসির। আফগানদের হয়ে ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় মোহাম্মদ নবি ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা কোনো কাজে আসেনি।
একই মাঠে, তিন ম্যাচ সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এএইচএস