ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সব খেলোয়াড়ই ‘সেরা’ হতে চায়: শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
সব খেলোয়াড়ই ‘সেরা’ হতে চায়: শরিফুল

বছরখানেক আগেও দলে ছিলেন অনিয়মিত। খরুচে ছিলেন বলে সমালোচনাও কম শুনতে হয়নি।

সেই শরিফুল ইসলামই এখন দলের পেস বোলারদের মধ্যে ‘সেরা’, এমন সার্টিফিকেট দিচ্ছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এর পেছনে সবচেয়ে বড় কারণ শরিফুলের বোলিং।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল শরিফুলের। টি-টোয়েন্টিতে সিরিজ সেরার পুরস্কারটাও তার কাছে। এরপর শরিফুলকে প্রশংসায় ভাসান হেড কোচ হাথুরু। এ নিয়ে সোমবার রাতে দেশে ফিরে প্রতিক্রিয়া জানিয়েছেন শরিফুল।

তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। প্রতিটা খেলোয়াড়ই চায় সেরা হতে। যে পর্যায়ে আছি, আমি যদি ধরে রাখি। এরপর তাসকিন ভাই আসলে দলটা আরও গোছানো হবে। আমরা আরও সেরাটা দিতে পারবো। ’

ওয়ানডেতে ৩ ম্যাচে ওভারপ্রতি ৪.৫০ গড়ে রান দিয়ে ৬ উইকেট নেন শরিফুল। টি-টোয়েন্টিতেও ৩ ম্যাচে পান ৬ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন নিয়মিত। নিজের পারফরম্যান্সে খুশি হলেও শরিফুলের আফসোস আছে সিরিজ জিততে না পারার।

তিনি বলেন, ‘আমার খুব ভালো গেছে। কিন্তু আমরা যদি দলগতভাবে আরেকটু ভালো করতে পারতাম। তাহলে আরও ভালো লাগতো। খুব ভালো একটা সিরিজ গেছে।  যদিও টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। বৃষ্টি না হলে দ্বিতীয় ম্যাচটা হয়ত  জিততাম। জানি না খেলা হলে কী হতো তবে যেটুকু খেলা হয়েছে আমাদের পক্ষেই ছিল। ’

‘কেবল তো শুরু যে একজন মাত্র হয়েছে (সিরিজ সেরা)। ভবিষ্যতে আরও অনেকে হবো ইন শা আল্লাহ। এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। এখন থেকে যে যার মতো যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করবো সেরাটা দেওয়ার। ’

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।