মিরপুরে এখন নিয়মিতই বোলিং করেন তাসকিন আহমেদ। মঙ্গলবারও করেছেন সেটি।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে প্রস্তাব আসে খেলার। মোটা অঙ্কের অর্থের ওই ক্রিকেটে খেলা হয় না তাসকিনের। এবারও বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন। কিন্তু পরে বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নেন। এ নিয়ে নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন তাসকিন।
তিনি বলেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে। ’
তাসকিনের জন্য এসব অবশ্য নতুন নয়। গত বছর জিম্বাবুয়েতে টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন। এছাড়া তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যায় না খুব একটা। তাসকিন আগের মতোই আশায় আছেন ভালো কিছুর।
তিনি বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে। ’
বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এমএইচবি/এএইচএস