ব্যাট হাতে এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। তাইতো এবার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে নাম এসেছে তার।
এই বছর ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ; সূর্যকুমার যাদব তার সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আর তারই পুরষ্কার এবার হয়ত পেতে চলেছেন তিনি। বিশ্বকাপের ম্যাচে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। বিরাট কোহলি এবং তার হাত ধরেই এবার সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। বিশ্বকাপে তিনটি ফিফটি রয়েছে সূর্যকুমার যাদবের। সেই সঙ্গে আসর চলাকালীন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানেও পৌঁছেছিলেন তিনি।
পুরো মৌসুমে তার ঝুলিতে রয়েছে ৯টি ফিফটি এবং দুটি সেঞ্চুরি। এই বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি।
বিশ্বকাপের পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেও নিজের ফর্ম ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব। ৫১ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এআর/আরইউ